খুনের আসামি খুন, লাশের হাত-পা নেই

Looks like you've blocked notifications!
ঝালকাঠির রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেহেদী হাসান শুভর মরদেহ। ছবি : এনটিভি

ঝালকাঠির রাজাপুর উপজেলায় মেহেদী হাসান শুভ (২২) নামে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত শুভর নামে রাজাপুর থানায় দুটি হত্যা মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

আজ মঙ্গলবার সকাল ৮টায় উপজেলার পশ্চিম বড়াইয়া গ্রামের কলাকোপা মাঠ থেকে হাত-পা বিচ্ছিন্ন অবস্থায় শুভর লাশ উদ্ধার করা হয়।

নিহত মেহেদী হাসান শুভ পশ্চিম বড়াইয়া গ্রামের মাহবুব হাওলাদারের ছেলে। তিনি বড়াইয়া ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, গতকাল সোমবার রাত থেকে নিখোঁজ ছিলেন মেহেদী হাসান শুভ। আজ সকালে কলাকোপা মাঠে একটি হাত ও পা বিচ্ছিন্ন অবস্থায় শুভকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পরিবারের লোকজনকে খবর দিলে শুভকে উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, শুভর নামে রাজাপুর থানায় দুটি হত্যা মামলা রয়েছে। তাঁকে কারা কী কারণে হত্যা করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

লাশ উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি জাহিদুল ইসলাম।