শহীদদের শ্রদ্ধা জানানোর পরই বিএনপিনেতাদের আটক

Looks like you've blocked notifications!
কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১১ নেতাকর্মীকে আজ মঙ্গলবার আটক করেছে পুলিশ। ছবি : এনটিভি

শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে শহরের কালেক্টরেট চত্বরে শহীদ স্মৃতিস্তম্ভ থেকে তাদের আটক করা হয়।  

পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, পুলিশের গাড়িতে হামলার অভিযোগে বিএনপির নেতাকর্মীদের আটক করা হয়েছে।

তবে জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমি, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিনসহ শীর্ষ নেতারা থানায় আটক থাকায় এ ব্যাপারে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।     

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন দাবি করেন, ‘সকাল ১১টায় কালেক্টরেট চত্বরে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানো শেষে বিএনপির নেতাকর্মীরা পুলিশের পিকআপভ্যানে হামলা চালায়। এতে পিকআপভ্যানে থাকা কুষ্টিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার নাথসহ পাঁচ পুলিশ সদস্য আহত হন।’

এই ঘটনার পর অতিরিক্ত পুলিশ এসে সেখান থেকে জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১১ জনকে আটক করে থানায় নিয়ে যায় বলে জানান ওসি।