ওলামা দলের সভাপতির ইন্তেকাল

জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল মালেক আর নেই। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে রাজধানীর কাকরাইলের ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি দীর্ঘদিন জটিল ও কঠিন রোগে আক্রান্ত ছিলেন ।
হাফেজ মাওলানা আব্দুল মালেকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ওলামা দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য প্রিন্সিপাল মাওলানা শাহ মোহাম্মদ নেছারুল হক, সহসভাপতি প্রিন্সিপাল মাওলানা নজরুল ইসলাম তালুকদার ও সাংগঠনিক সম্পাদক আলহাজ মাওলানা মো. সেলিম রেজা।
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল মালেকের মৃত্যুতে তাঁর পরিবার-পরিজনদের মতো তাঁরাও গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছেন। সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল অত্যন্ত মধুর। বিনয়ী, ভদ্র ও সজ্জন মানুষ হাফেজ মাওলানা আব্দুল মালেকের মৃত্যুতে ওলামা দলের বিরাট ক্ষতি হলো। বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নীতি ও আদর্শের প্রতি অবিচল আস্থাশীল মরহুম হাফেজ মাওলানা আব্দুল মালেক জাতীয়তাবাদী ওলামা দলকে গতিশীল করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে গেছেন।
নেতৃবৃন্দ আব্দুল মালেকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি জানান গভীর সমবেদনা।