স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে লাশ হলো মাহমুদা
কুমিল্লার চান্দিনা উপজেলার কুটুম্বপুরে ট্রাক্টরের চাপায় মাহমুদা ইয়াসমিন (১৫) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে কুটুম্বপুর উচ্চ বিদ্যালয়ের সামনের আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
মাহমুদা কুটুম্বপুর উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ত। সে চান্দিনার নাজিরপুর গ্রামের মৃত মনির হোসেনের মেয়ে ।
প্রত্যক্ষদর্শী স্কুল শিক্ষার্থীরা জানায়, মাহমুদা ইয়াসমিন মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আজ সকালে হেঁটে হেঁটে বিদ্যালয়ের সামনে পৌঁছায়। এ সময় পেছন থেকে গ্যাসপাইপ বহনকারী একটি ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কুমিল্লার চান্দিনায় আটক ট্রাক্টরচালক মানোয়ার। ছবি : এনটিভি
এরপর উত্তেজিত শিক্ষার্থীরা ট্রাক্টরটি ভাঙচুর করে এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখে। হাইওয়ে পুলিশ গিয়ে শিক্ষার্থীদের পিটিয়ে মহাসড়ক থেকে সরানোর চেষ্টা করে। এ সময় লাঠির আঘাতে এক ছাত্রের মাথা ফেটে যায়। পরে জেলা ও থানা পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের অবরোধ তুলে নিতে অনুরোধ করে।
জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর ও পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের শান্ত করেন। তারা নিহত মাহমুদা ইয়াসমিনের মায়ের হাতে ২০ হাজার টাকা ও গ্যাস কোম্পানির দেওয়া ছয় লাখ টাকার একটি চেক তুলে দেন।
এ ঘটনায় ট্রাক্টরচালক মানোয়ারকে আটক করেছে পুলিশ। তিনি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার পাকা গ্রামের আমিনুল ইসলামের ছেলে।