জাতীয়তাবাদী সাইবার দলের সভাপতি রিমান্ডে

Looks like you've blocked notifications!

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জাতীয়তাবাদী সাইবার দলের সভাপতি আশেক আহমেদকে  তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম দিদার হোসেন এ আদেশ দেন।

ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান এ বিষয়ে জানিয়েছেন।

আনিসুর রহমান জানান, ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা আসামি আশেক আহমেদকে হাজির করে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে বিচারক এ রিমান্ডের আদেশ দেন।

গত রোববার রাজধানীর তেজগাঁও থেকে তাঁকে আটক করেছে র‌্যাব-৩।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মহান মুক্তিযুদ্ধকে অবমাননা ও রাষ্ট্রবিরোধী প্রোপাগান্ডার দায়ে আশেক আহমেদকে আটক করা হয়েছে বলে নথি থেকে জানা গেছে।