কক্সবাজারে বন্দুকযুদ্ধে একজন নিহত, আহত ১০

কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়ায় এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আজ শুক্রবার সন্ধ্যায় দুই দল সন্ত্রাসীর মধ্যে বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছে। এতে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে অন্তত ১০ জন। সন্ত্রাসীরা একটি বসতবাড়ি ভাঙচুর করেছে।
স্থানীয় লোকজন জানায়, আজ সন্ধ্যায় কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া সমিতি বাজার এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় দুই সন্ত্রাসী বাহিনী রকি ও হাসনাতপক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়।
এতে হাসনাত বাহিনীর শেখ আবদুল্লাহ নিহত হয়। এ ঘটনায় উভয় পক্ষে গুলিবিদ্ধ হয়ে অন্তত ১০ জন আহত হয়েছে। রাত ৮টার দিকে বন্দুকযুদ্ধ বন্ধ হওয়ার পর রকিপক্ষের সেকেন্ড ইন কমান্ড রানার বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর চালায় হাসনাত বাহিনী।
বন্দুকযুদ্ধের ঘটনায় নিহত শেখ আবদুল্লাহ কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়ার ওয়াহিদের ছেলে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফেরদৌস আলী চৌধুরী জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করার পর পরিস্থিতি এখন শান্ত হয়েছে। সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।