দুই প্রার্থীর কর্মীর সংঘর্ষে মাথা ফাটল ইউপি চেয়ারম্যানের
বরগুনার আমতলী উপজেলা পরিষদ নির্বাচনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের সংঘর্ষে গুলিশাখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম মাথায় আঘাত পেয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।
আজ শনিবার বেলা ১১টার দিকে আমতলীর গুলিশাখালী ইউনিয়নের বাইনবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে গুলিশাখালীর ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট নুরুল ইসলামের নাম জানা গেলেও অন্যদের নাম জানা যায়নি।
আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে উন্নত চিকিৎসার জন্য আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে তাঁদের পরিবার।
সংঘর্ষের ব্যাপারে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার জানান, আমতলী উপজেলা নির্বাচনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চেয়ারম্যান পদে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার ফোরকান ও ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শামসুদ্দীন আহমেদ সজুর কর্মী ও সমর্থকদের মধ্যে আজ সকালে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষের সময় সেখানে উপস্থিত ছিলেন ঘোড়া প্রতীকের সমর্থক ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম। এ সময় প্রতিপক্ষের হামলায় মাথায় আঘাত পান তিনি।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।