যৌতুকের দাবি

পিটিয়ে মৃত ভেবে গৃহবধূকে ফেলা দেওয়া হলো রাস্তায়

Looks like you've blocked notifications!
সাভারে যৌতুকের দাবিতে নির্যাতিত গৃহবধূ নাসরিন। ছবি : এনটিভি

সাভারের আশুলিয়ায় যৌতুকের টাকা না পেয়ে এক গৃহবধূকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে গৃহবধূর স্বামী, শ্বশুর ও শাশুড়িকে আটক করেছে পুলিশ।

গতকাল শনিবার রাতে আশুলিয়ার আউকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ওই গৃহবধূর নাম নাসরিন বেগম (২২)। তিনি জামালপুর জেলার মাদারগঞ্জ থানার চরলনসিয়া গ্রামের হাকিম উদ্দিনের মেয়ে।

আটক হওয়া ব্যক্তিরা হলেন নাসরিনের স্বামী জুয়েল, শ্বশুর আফাজ উদ্দিন ও শাশুড়ি অলিদা। তাঁরা আশুলিয়ার আউকপাড়া এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, আট মাস আগে নাসরিনের সঙ্গে জুয়েলের বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্নভাবে নাসরিনের পরিবারের কাছ থেকে তিন লাখ টাকা যৌতুক নেন জুয়েল। গতকাল রাতে আবারও তিন লাখ টাকা যৌতুকের দাবিতে নাসরিনকে পিটিয়ে গুরুতর আহত করা হয়।

একপর্যায়ে নাসরিন জ্ঞান হারিয়ে ফেললে তাঁকে মৃত ভেবে রাস্তায় ফেলে দেন জুয়েল। দুই ঘণ্টা পর জ্ঞান ফিরে পেলে পথচারীরা নাসরিনের আহাজারি শুনে তাঁকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

পরে খবর পেয়ে পুলিশ নাসরিনের স্বামী, শ্বশুর ও শাশুড়িকে আটক করে থানায় নিয়ে যায়।

এর আগেও যৌতুকের দাবিতে নাসরিনের শরীরের বিভিন্ন স্থানে ব্লেড দিয়ে কেটে দিয়েছিলেন স্বামী জুয়েল।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।