যশোরে আ.লীগ ও ‘বিদ্রোহী’ সমানে সমান

Looks like you've blocked notifications!

যশোরে ছয় উপজেলায় ভোট গ্রহণ শেষে তিনটিতে নৌকা প্রতীকে আওয়ামী লীগ এবং বাকি তিনটিতে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থীরা চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।

গতকাল রোববার ভোট গ্রহণ শেষে বেসরকারি ফল ঘোষণায় জানা যায়, চৌগাছা উপজেলায় ৫৬ হাজার ৮৩৮ ভোট পেয়ে নৌকার ড. মোস্তানিসুর রহমান চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রার্থী আনারস মার্কায় বিদ্রোহী এস এম হাবীব পান ৩৫ হাজার ৫২৬ ভোট।

বাঘারপাড়া উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীকের নাজমুল ইসলাম কাজল ৪০ হাজার ৩৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ২৬ হাজার ৩১৪ ভোট পেয়েছেন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার মো. হাসান আলী।

কেশবপুরে ৪৭ হাজার ৯৭০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীকের কাজী রফিকুল ইসলাম। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার এইচ এম আমীর হোসেন।

ঝিকরগাছায় ৭৪ হাজার ৮২১ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মনিরুল ইসলাম। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন নৌকার অ্যাডভোকেট আলী রায়হান।

অভয়নগর উপজেলায় নৌকার প্রার্থী শাহ ফরিদুজ্জামান ৪১ হাজার ৫৫৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রবিন অধিকারী। তিনি পেয়েছেন ৩৬ হাজার ৯৫৭ ভোট।

এদিকে মনিরামপুর উপজেলায় ৭৪ হাজার ৮৮৬ ভোট পেয়ে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী নাজমা খানম। ২৩ হাজার ৬৫১ ভোট পেয়েছেন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী প্রার্থী আমজাদ হেসেন লাভলু।

এ ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদরে  শাহীন চাকলাদার ও শার্শা উপজেলায় সিরাজুল ইসলাম মঞ্জু আগেই চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন।