ময়মনসিংহে মুক্তিযোদ্ধা পল্লীতে আগুন, দশটি ঘর ক্ষতিগ্রস্ত

Looks like you've blocked notifications!
ময়মনসিংহ শহরের মুক্তিযোদ্ধা পল্লীতে আগুন লাগে। এতে একাধিক ঘর ক্ষতিগ্রস্ত হয়। ছবি : এনটিভি

ময়মনসিংহ সদরের পাটগুদাম এলাকার মুক্তিযোদ্ধা আবাসন পল্লীতে ভয়াবহ আগুনে পুড়ে গেছে ১০টি ঘর। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন পল্লীতে বসবাসকারী মুক্তিযোদ্ধা ময়জুদ্দিন সরকার।

আজ রোববার ভোরে ওই ঘটনা ঘটে।

আগুনে মিনা বেগম, জমিলা, মাজেদা পারভিন, তুরাব আলী, জয়গন, মুক্তিযোদ্ধা মইজুদ্দিন সরকার, আনোয়ার, সিরুজ আলী, সালাম ও হেলিম ফকিরের ঘর পুড়ে গেছে।

ময়জুদ্দিন সরকার জানান, ঘরের গৃহস্থালী সামগ্রী, মুক্তিযোদ্ধা সনদ, নগদ টাকা ও মূল্যবান মালামাল আগুনে ভস্মীভূত হয়েছে। এ সময় হইবর নামে এক ব্যক্তি আহত হন। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা রবিউল ইসলাম জানান, রোববার ভোর ৪টা ২০ মিনিটে  অগ্নিকাণ্ডের খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান। চারটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা করে  আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে কী থেকে আগুনের সূত্রপাত হয় তা জানাতে পারেননি রবিউল ইসলাম।

এদিকে রোববার সকালে ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক ইকরামুল হক টিটু ক্ষতিগ্রস্ত পল্লী পরিদর্শনে যান। এ সময় ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দেন তিনি।