বিএনপির উদ্দেশে তথ্যমন্ত্রী

অন্ধ ও অজ্ঞের মতো সরকারের সমালোচনা করবেন না

Looks like you've blocked notifications!
চট্টগ্রামে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি : এনটিভি

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘খালেদা জিয়ার অসুস্থতা ও তারেকের মামলার মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে বিএনপির রাজনীতি। এর থেকে বের হয়ে গণমুখী রাজনীতি করতে হবে বিএনপিকে।’

বিএনপির নেতাদের উদ্দেশে তথ্যমন্ত্রী আরো বলেন, ‘সরকারের সমালোচনা অবশ্যই করবেন তবে অন্ধ ও অজ্ঞের মতো সরকারের সমালোচনা করবেন না।’

আজ  সোমবার চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের গণসংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন স্বাধীনতা পদক লাভ করায় এ সংবর্ধনার আয়োজন করে চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগর আওয়ামী লীগ।

তথ্যমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে বিশ্বমানের চিকিৎসা দেওয়া হয়। গত এক মাস ধরে সেখানে খালেদা জিয়ার জন্য দুটি কেবিন বরাদ্দ করে রাখা হয়েছে।’

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন তাঁর পদকপ্রাপ্তিতে পুরো চট্টগ্রামবাসীকে সম্মানিত করা হয়েছে বলে জানান। এ ছাড়া এ পদক স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণকারীদের তিনি উৎসর্গ করেন। তাঁর পাওয়া পদকের অর্থ তিন লাখ টাকার সঙ্গে আরো সাত লাখ টাকা যুক্ত করে চট্টগ্রামের ১০টি অটিজম বিদ্যালয়ে দান করার ঘোষণা দেন তিনি।

উত্তর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম, সংসদ সদস্য মাহাফুজুর রহমান, ওয়াসিকা আয়েশা খান ও খাদিজাতুল আনোয়ার, দৈনিক আজাদীর সম্পাদক মরহুম অধ্যাপক মো. খালেদের (মরণোত্তর স্বাধীনতা পদক প্রাপ্ত) সন্তান মো. জহির বক্তব্য দেন।