ভারতীয় সীমান্তে বাংলাদেশি কিশোরের গুলিবিদ্ধ লাশ

Looks like you've blocked notifications!

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাশে ভারতীয় সীমান্ত এলাকায় মিলন (১৭) নামের এক বাংলাদেশি কিশোরের লাশ পড়ে থাকার কথা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

নিহত মিলন মাসুদপুরের বাসিন্দা বেলাল আলী কালুর ছেলে। সে এবারে এসএসসি পরীক্ষার্থী ছিল।

এ ব্যাপারে আজ মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জ বিজিবির ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক সাজ্জাদ সরোয়ার বলেন, বিজিবি সদস্যরা সীমান্তে একজনের লাশ পড়ে থাকতে দেখেন। তবে সে কাদের গুলিতে কীভাবে নিহত হয়েছে, তা নিশ্চিত নয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে স্থানীয়রা দাবি করেছেন, ভোররাত ৩টার দিকে মিলনসহ কয়েকজন উপজেলার মাসুদপুর সীমান্ত দিয়ে গরু আনতে ভারতে যায়। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) তাদের লক্ষ্য করে গুলি করে। এতে ঘটনাস্থলেই মিলন নিহত হয়। আহত হয় আরো তিন ব্যক্তি।

এদিকে আহতদের বরাত দিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন দাবি করেছেন, আহতদের মধ্যে উপজেলার তারাপুর ঠুঠাপাড়ার আফসার আলীর ছেলে সেনারুলও ছিলেন। তিনিও মারা গেছেন।

তবে সেনারুলের মৃত্যুর বিষয়টি এনটিভি অনলাইনের পক্ষ থেকে যাচাই করা যায়নি। তাঁর লাশ কোথায় আছে, সেটাও জানাতে পারেনি আহতরা।

বিজিবিও সেনারুল নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেনি।