নির্দিষ্ট সময়ের একদিন আগেও নির্বাচন হবে না
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া নির্বাচন চান না, তাই নির্বাচনে আসেন না। আওয়ামী লীগ নির্বাচন চায়, তাই নির্বাচনে অংশগ্রহণ করে। খালেদা জিয়া যত চক্রান্তই করুক, ২০১৯ সালের একদিন আগেও নির্বাচন হবে না। আর ওই নির্বাচনেও জয়ী হবেন শেখ হাসিনা।
স্বাস্থ্যমন্ত্রী আজ শনিবার বিকেলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রাজনগর ইউনিয়নে মা ও শিশুকল্যাণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তুর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনা ৫ জানুয়ারির নির্বাচনের আগে খালেদা জিয়াকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ কয়েকটি মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব দিয়ে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছিলেন। কিন্তু খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ না করে জ্বালাও-পোড়াওয়ের পথ বেছে নিয়েছিলেন। এখনো তিনি সরকারের বিরুদ্ধে চক্রান্ত করে চলেছেন।
এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন অতিরিক্ত সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক নূর হোসেন তালুকদার, ব্রিগেডিয়ার জেনারেল আহমেদুল কবিরসহ জেলা-উপজেলার ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
পরে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ৫০ শয্যাবিশিষ্ট নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের উদ্বোধন করেন। এদিন মন্ত্রী নকলা উপজেলার উরফা ইউনিয়নেও ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশুকল্যাণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।