গৃহায়ণ কর্তৃপক্ষের প্রকৌশলীকে মেয়র নাছিরের মারধর, পাল্টাপাল্টি কর্মসূচি

Looks like you've blocked notifications!
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছিরের হাতে প্রকৌশলী মারধরের শিকার হওয়ায় কর্মবিরতি পালন করেন চট্টগ্রাম গৃহায়ণ কর্তৃপক্ষের ডিপ্লোমা প্রকৌশলীরা। ছবি : এনটিভি

চট্টগ্রামে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের প্রকৌশলীকে সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিনের মারধরের প্রতিবাদে দেশব্যাপী কর্মবিরতি পালন করছে জাতীয় গৃহায়ণ ডিপ্লোমা প্রকৌশলী সমিতি।

অন্যদিকে সিটি মেয়রের সঙ্গে গৃহায়ণ কর্তৃপক্ষের প্রকৌশলীর অশোভন আচরণ ও তাঁর অপসারণের প্রতিবাদে মানববন্ধন করেছে ইয়াং ইঞ্জিনিয়ার্স ফোরাম।

মঙ্গলবার সকাল থেকে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের আওতাধীন দেশের সব কার্যালয়গুলোতে একযোগে এ কর্মবিরতি পালন করা হয়। নগরীর জিইসি মোড়ে গৃহায়ণ কর্তৃপক্ষের কার্যালয়ের সব কার্যক্রম বন্ধ রেখে কর্মবিরতি পালন করেন কর্মকর্তা-কর্মচারীরা।

এ সময় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের কর্মকর্তারা অভিযোগ করেন, সোমবার সন্ধ্যায় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের কয়েকজন কর্মকর্তা আন্দরকিল্লায় সিটি করপোরেশনের মেয়রের কার্যালয়ে সাক্ষাৎ করতে যান। আগ্রাবাদ-হালিশহর অ্যাক্সেস রোড সড়ক সম্প্রসারণে গৃহায়ণ কর্তৃপক্ষের সরকারি জমি দখল নিয়ে কথা বলতে গিয়ে মতবিরোধের এক পর্যায়ে সিটি মেয়র আজম নাছির উদ্দীনের হাতে লাঞ্ছিত হন সহকারী প্রকৌশলী আশ্রাফুজ্জামান। সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন ও ২৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গোলাম মো. জোবায়ের আশ্রাফুজ্জামানকে মারধর করে করপোরেশনের বাইরে নিয়ে যান।

এ ঘটনার পর দেশব্যাপী কর্মবিরতি শুরু করেন চট্টগ্রামের জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের কর্মকর্তা কর্মচারীরা। লাঞ্ছিত কর্মকর্তার দেশের বাড়ি গোপালগঞ্জ এলাকা নিয়েও মেয়র বাজে মন্তব্য করেন বলে অভিযোগ করা হয়।

চট্টগ্রামে কর্মবিরতি পালনকালে মারধরের শিকার হওয়া গৃহায়ণ কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী আশ্রাফুজ্জামান বলেন, ‘সরকারি দায়িত্বে কর্মরত অবস্থায় এমন একজন সম্মানিত লোক মেয়রের হাতে লাঞ্ছিত হতে হলো, এটা কেউই সহজভাবে নিতে পারবে না। সারা জাতিই সহজভাবে নিতে পারবে না।’

এদিকে বিকেলে নগরীর প্রেসক্লাবের সামনে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের সঙ্গে গৃহায়ণ কর্তৃপক্ষের এক কর্মকর্তার অশোভন আচরণের প্রতিবাদে ও তাঁর অপসারণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে ইয়াং ইঞ্জিনিয়ার্স ফোরাম। সমাবেশে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার মো. হারুন-অর-রশিদ, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মো. ফয়জুল্লাহ, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বক্তব্য দেন।