‘সুষ্ঠু পরিকল্পনার কারণে দেশের অর্থনীতি এগিয়েছে’

Looks like you've blocked notifications!
গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘সুষ্ঠু পরিকল্পনার কারণেই বিশ্বে অর্থনৈতিক মন্দা ও নানা সমস্যা থাকা সত্ত্বেও দেশের অর্থনীতি এগিয়েছে।’

আজ বুধবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একাধিক অর্থনৈতিক অঞ্চল ও শিল্প প্রতিষ্ঠানের উদ্বোধন এবং উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে দেশের কয়েকটি স্থানে নতুন অর্থনৈতিক অঞ্চল, অর্থনৈতিক অঞ্চলে স্থাপিত শিল্প প্রতিষ্ঠানে বাণিজ্যিক উৎপাদনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে নতুন শিল্প প্রতিষ্ঠানসহ মোট ৬৫টি উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘বিদেশি বা প্রবাসী যাঁরাই আসবেন, তাঁরাই যেন বিনিয়োগ করতে পারেন, সে সুযোগটাও সৃষ্টি করে দেওয়া আর সেদিকে লক্ষ্য রেখেই আমাদের অর্থনীতি আমরা পরিচালনা করেছি বলে বাংলাদেশ এখন অর্থনৈতিকভাবে যথেষ্ট এগিয়ে যাচ্ছে। অর্থাৎ একটি সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে যদি আমরা এগোতে থাকি, তাহলে যেকোনো দেশকে উন্নত করা সম্ভব। অন্তত আমি এটুকু দাবি করতে পারি, গত ১০ বছরে এটা আমরা প্রমাণ করেছি।’