সময় উপযোগী চলচ্চিত্র বানাতে হবে : তথ্যমন্ত্রী

Looks like you've blocked notifications!

জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে আজ বুধবার সকালে বিএফডিসিতে পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দুদিনব্যাপী আয়োজনের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। এ সময় সেখানে উপস্থিত ছিলেন সৈয়দ হাসান ইমাম, নায়ক আলমগীর, নায়ক ইলিয়াস কাঞ্চন, নায়িকা অঞ্জনা, রোজিনা, পরিচালক মুশফিকুর রহমান গুলজারসহ অনেকে।

উদ্বোধন শেষে তাঁরা প্রত্যেকে বক্তব্য প্রদান করেন। তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘যুগ বদলে গেছে। সময় উপযোগী চলচ্চিত্র বানাতে হবে। প্রেক্ষাগৃহ আধুনিক করতে হবে। তাহলে আগামী দিনে আবারও চলচ্চিত্রের সুদিন ফিরে আসবে। সরকার চলচ্চিত্রের ব্যাপারে অনেক আন্তরিক।’

এরপর শুরু হয় বর্ণাঢ্য র‍্যালি। বিকেলে রয়েছে আলোচনা সভা। আগামীকাল বৃহস্পতিবার বিকেলে থাকবে তারকা শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে মূল আকর্ষণ হিসেবে থাকবে ঢাকাই ছবির একসময়কার জনপ্রিয় নায়ক জাভেদ ও অঞ্জনার পরিবেশনা। এ ছাড়া মঞ্চ মাতাবেন মাহিয়া মাহি, নিরব, ইমন, সাইমন সাদিক, জয় চৌধুরী, রোমানা নীড়, সানজু জন, বিপাশা কবিরসহ এ প্রজন্মের নায়ক-নায়িকারা।