‘বিএসএমএমইউর পরিচালক সরকারের সুরে কথা বলছেন’

Looks like you've blocked notifications!
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে বক্তব্য দেন রুহুল কবির রিজভী। ছবি : এনটিভি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘খালেদা জিয়াকে চিকিৎসার নামে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে।’ এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের পরিচালক সরকারের সুরে কথা বলছেন বলেও অভিযোগ করেন তিনি।

আজ বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শবেমিরাজ উপলক্ষে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন রুহুল কবির রিজভী।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘আমাদের কাছে ভয় হচ্ছে যে কারাগারের মধ্যে তাঁকে (খালেদা জিয়াকে) চিকিৎসার নামে কোনো স্লো পয়জনিং করা হচ্ছে কি না, এটা এখন জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। আজকে তিনি এত গুরুতর অসুস্থ হলেন কেন?’

খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি ও সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে রিজভী বলেন, ‘নিঃশর্ত মুক্তি চাই। মুক্তি দিতেই হবে। এ দেশ যদি সত্য হয়, এ দেশের মানুষের সংগ্রামী অতীত যদি সত্যি হয়, তাহলে শেখ হাসিনার তাখতে তাউস আর বেশি দিন নাই। তাখতে তাউস, তাঁর ময়ূরের সিংহাসন থরথর করে কাঁপতে শুরু করেছে। এখন যেকোনো সময় হুড়মুড় করে পড়ে যাওয়ার সময় চলে এসেছে।’

খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের পরিচালকের সমালোচনা করে বিএনপি নেতা বলেন, ‘হাসপাতালের পরিচালক অসুস্থ খালেদা জিয়াকে সুস্থ বলেছেন। মূলত চাকরি বাঁচাতেই তিনি এ ধরনের মিথ্যাচার করেছেন।’

এসব ছাড়াও রাষ্ট্রীয় মূল স্তম্ভগুলোর মধ্যকার ভারসাম্য নষ্ট করে গণতন্ত্রকে অপমৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী। বিচার বিভাগ সঠিকভাবে নিজ দায়িত্ব পালন করলে সরকার গণতন্ত্রকে এভাবে নস্যাৎ করতে পারত না বলেও মন্তব্য করেন তিনি।