বঙ্গোপসাগরের উপকূল থেকে মালয়েশিয়াগামী ২৭ রোহিঙ্গা উদ্ধার

Looks like you've blocked notifications!
কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগরের উপকূল থেকে মালয়েশিয়াগামী ২৭ রোহিঙ্গাকে উদ্ধার করেছে বিজিবি। ছবি : স্টার মেইল

কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগরের উপকূল থেকে মালয়েশিয়াগামী ২৭ রোহিঙ্গাকে উদ্ধার করেছে বিজিবি। রাতের আঁধারে তারা গভীর সমুদ্র পাড়ি দিয়ে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশে সেখানে অবস্থান করছিলেন।

বুধবার ভোরে টেকনাফের মহেশখালীয়াপাড়া ও কাটাবনিয়া খালের মুখ এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া রোহিঙ্গাদের মধ্যে তিনজন পুরুষ, ১৬ জন নারী ও আটজন শিশু রয়েছে। তারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা শিবিরে অস্থায়ীভাবে বসবাস করে আসছে।

বিকেলে টেকনাফে বিজিবির ২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, সাগর পথে রোহিঙ্গারা মালয়েশিয়া যাওয়ার জন্য টেকনাফের কয়েকটি এলাকায় অবস্থান করছে এমন খবরে অভিযান চালায় বিজিবি। অভিযানে ২৭ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। তাদের ক্যাম্পে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।