কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩
কুমিল্লার চান্দিনা উপজেলায় সড়ক দুর্ঘটনায় আবদুল আলিম (২৮) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুজন। উপজেলায় আরেকটি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন আরেক পিকআপচালক।
আজ শুক্রবার সকালে উপজেলার মাধাইয়া ও কাঠেরপুল এলাকায় এ দুটি দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালের দিকে মাধাইয়া এলাকায় ঢাকামুখী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সিমেন্টবোঝাই একটি রিকশাভ্যান ও পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক আলিম মারা যান। ওই ঘটনায় নারীসহ দুই পথচারীও গুরুতর আহত হয়। কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে যায়।
নিহত আলিম দেবীদ্বার উপজেলার ভানী গ্রামের আবুল হাসেমের ছেলে। অন্যদিকে আহতরা হলেন চান্দিনার সোনাপুর গ্রামের আবুল কালামের স্ত্রী তাসলিমা আক্তার ও দেবীদ্বারের আবদুল কাদেরের ছেলে মো. আবু হানিফ।
এদিকে কাছাকাছি সময়ে আরেক দুর্ঘটনায় চান্দিনার কাঠেরপুল এলাকায় চট্টগ্রামমুখী আরেকটি কাভার্ডভ্যান মুরগির বাচ্চাবাহী থামানো একটি পিকআপভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে পিকআপচালক গুরুতর আহত হন। এ ঘটনায় পিকআপে থাকা অনেক মুরগির বাচ্চাও মারা যায়।
আহতদের উদ্ধার করে ঢাকা ও কুমিল্লার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ইনচার্জ মো. মনিরুল ইসলাম ও ময়নামতি হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. সিরাজুল ইসলাম দুর্ঘটনা ও হতাহতের খবর নিশ্চিত করেছেন।