দুটি বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও

Looks like you've blocked notifications!

মানিকগঞ্জের হ‌রিরামপুর উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেয়েছে এসএসসি পরীক্ষার্থী দুই ছাত্রী।

গতকাল শুক্রবার দুপুরের দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে উপজেলার ধুলসুরা এলাকায় অভিযান চালিয়ে ওই দুই বাল্যবিবাহ বন্ধ করেন ইউএনও মো. ইলিয়াস মেহেদী।

ইউএনও জানান, স্থানীয়দের কাছে সংবাদ পেয়ে গতকাল দুপুরে ওই দুই এসএস‌সি পরীক্ষার্থীর বাড়িতে যান তিনি। সে সময় অভিভাবক ও স্থানীয়দের সঙ্গে কথা বলে দুই ছাত্রী যে অপ্রাপ্তবয়স্ক তা নিশ্চিত হন তিনি। পরে আইনি ব্যবস্থা নিতে চাইলে স্বেচ্ছায় বিয়ের উদ্যোগে ইতি টানেন অভিভাবকরা।

হ‌রিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দেবেন না বলে স্কুলছাত্রীর বাবা-মা কথা দিয়েছেন। আইন অমান্য করে মেয়ে দুটিকে বিয়ে দেওয়ার চেষ্টা করলে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।