‘১/১১-এর চক্রান্তকারীদের সঙ্গে আপস করে সরকার ক্ষমতায় আছে’

Looks like you've blocked notifications!
রাজধানীর পল্টনের মৈত্রী মিলনায়তনে আজ শনিবার দুপুরে বাংলাদেশ কল্যাণ পার্টির ত্রি-বার্ষিক চতুর্থ জাতীয় কাউন্সিলে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : এনটিভি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১/১১ এর চক্রান্তকারীদের সঙ্গে আপস করে অবৈধ সরকার ক্ষমতায় আছে।

আজ শনিবার সকালে রাজধানীর পল্টনে সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ের মৈত্রী মিলনায়তনে বাংলাদেশ কল্যাণ পার্টির ত্রি-বার্ষিক চতুর্থ জাতীয় কাউন্সিলে প্রধান অতথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, ‘এই সরকার অত্যন্ত সচেতনভাবে যারা ১/১১ এ চক্রান্ত করেছে তাদের সঙ্গে আপস করে ক্ষমতায় আছে। তাদের সঙ্গে জনগণ নেই, বন্দুকের নলের জোরে তারা ক্ষমতায় আছে।’

বাংলাদেশের রাজনীতিকে কবর দেওয়া হয়েছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘দেশে এখন আর কোনো রাজনীতি নেই। সমস্ত কিছুকে ধ্বংস করে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী গতকালও বলছেন, বিএনপির বিরুদ্ধে কোনো মামলাই মিথ্যা নয়। এগুলো কি কেউ বিশ্বাস করে? আজকে সারা দেশের মানুষ জানে মামলাগুলো সত্য না মিথ্যা।’

‘নির্বাচনের আগে যখন আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছিলাম, তখন তিনি বলেছিলেন আপনাদের বিরুদ্ধে যে সমস্ত মামলা দেওয়া হয়েছে সেগুলোর তালিকা দেন। আমরা দেওয়ার পরে কী দেখলাম? সেই মামলার তালিকা ধরে ধরে আমাদের নেতাকর্মীদেরকে আরো বেশি গ্রেপ্তার করা হলো, গায়েবি মামলার পরিমাণও আরো বেড়ে গেল। এই হলো অবৈধ সরকারের প্রধানমন্ত্রীর আশ্বাস।’

বিএনপির এই নেতা আরো বলেন, ‘কে বলেছে নির্বাচনে আমাদের পরাজয় হয়েছে? পরাজয় হয়েছে তো আওয়ামী লীগের। তারা এখন জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। আমরা এখন জনগণকে সঙ্গে নিয়ে অপ্রতিরোধ্য আন্দোলন গড়ে তুলে আমাদের বুকের ওপর যে জগদ্দল পাথর, দানব বসে আছে তাদেরকে সরিয়ে দেব।’

বর্তমান সরকার অসুস্থ খালেদা জিয়ার যথাযথ চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করছে না অভিযোগ তুলে ফখরুল বলেন, ‘খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ তাঁকে সুচিকাৎসা দেওয়া হচ্ছে না। তিনি হাঁটতে পারেন না, ঠিকমতো খেতে পারছেন না। তারপরও সরকার তাঁকে বিশেষায়িত হাসপাতালে নেয়নি। আজকে তারা শুধু ক্ষমতা ধরে রাখার জন্য সংবিধান ও মানবাধিকার লঙ্ঘন করছে।’

কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, কল্যাণ পার্টির যুগ্ম মহাসচিব এম এম আমিনুর রহমান প্রমুখ বক্তব্য দেন।