‘আন্দোলনের মাধ্যমেই খালেদা জিয়াকে মুক্ত করতে হবে’

Looks like you've blocked notifications!
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত অনশন কর্মসূচিতে বক্তব্য দেন মাহমুদুর রহমান মান্না। ছবি : এনটিভি

জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘আন্দোলনের মাধ্যমেই খালেদা জিয়াকে মুক্ত করে আনতে হবে।’ তিনি আরো বলেন, ‘এই আন্দোলন রাজপথে ছড়িয়ে পড়বে।’

আজ রোববার কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত গণঅনশন কর্মসূচিতে যোগ দিয়ে এসব কথা বলেন মান্না। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ওই কর্মসূচির আয়োজন করা হয়। সকাল সাড়ে ১০টা থেকে এ কর্মসূচি শুরু হয়।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করতে অনশন কর্মসূচিকে যুগোপযোগী আখ্যা দিয়ে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘যেদিন খালেদা জিয়া বের হবেন, ঢাকা মহানগরীতে মানুষের ঢল নামবে। সমস্ত মানুষ একসঙ্গে হবে। খালেদা জিয়া তখন মানুষের মুক্তির কথা বলবেন, গণতন্ত্রের মুক্তির কথা বলবেন। তাই লড়াইটা খুব সহজ নয়। আমি আপনাদের অভিনন্দন জানাই, আজকে যে কর্মসূচি দিয়েছেন, একটা যথাযথ কর্মসূচি দিয়েছেন। আমি আশা করব, এ কর্মসূচি আরো বাড়বে। আমি আশা করব, এ কর্মসূচি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে রাজপথে যাবে। আপনাদের সেই আন্দোলনের সঙ্গে আমরা আছি।’

বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও গনঅনশনের মঞ্চে উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, নজরুল ইসলাম খানসহ অন্যান্য নেতা। বিএনপির অনশনে একাত্মতা ঘোষণা করে জাতীয় ঐক্যফ্রন্টের নেতারাও যোগ দিয়েছেন অনশনে।