কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় দুই কলেজছাত্র নিহত
কুমিল্লা-লাকসাম সড়কে এক সড়ক দুর্ঘটনায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ রোববার দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চাঁনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরো দুই ব্যক্তি আহত হয়েছেন।
দুর্ঘটনায় নিহত তোফায়েল ও সোহেল কুমিল্লা কোটবাড়ি এলাকায় অবস্থিত সিটি কলেজের এইচএসসির শিক্ষার্থী। উভয়েই জেলার মুরাদনগর উপজেলার পরমতলা গ্রামের বাসিন্দা।
চিকিৎসায় বিলম্ব হওয়ার অভিযোগ এনে সিটি কলেজের শিক্ষার্থীদের বিরুদ্ধে কুমিল্লা মেডিকেল কলেজে হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠেছে।
হাইওয়ে পুলিশের লালমাই ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান জানান, দুপুরে সিটি কলেজ থেকে তোফায়েল ও সোহেলসহ তিন ছাত্র মোটরসাইকেলে করে লাকসাম যাচ্ছিলেন। চাঁনপুর এলাকায় মোটরসাইকেলটির সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী তিন ছাত্র আহত হন। আশঙ্কাজনক অবস্থায় আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর তোফায়েল ও সোহেল মারা যান। অপর আহত ছাত্রকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় সিটি কলেজের শিক্ষার্থীরা চিকিৎসা দেরি করে করার অভিযোগ করে মেডিকেল কলেজ হাসপাতালে ভাঙচুর করেছে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মেজবাহ উদ্দিন জানিয়েছেন, সড়ক দুর্ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে দুজন মারা যান। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে সিটি কলেজের ছাত্ররা হাসপাতালের জরুরি বিভাগসহ বেশ কয়েকটি কক্ষের আসবাবপত্র ভাঙচুর করে।
কুমিল্লা সদর দক্ষিণ থানা পুলিশ দুর্ঘটনাকবলিত সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলটি উদ্ধার করেছে।