ইডেনের সাবেক অধ্যক্ষ খুনের প্রতিবেদন ৭ মে
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/04/08/photo-1554717409.jpg)
ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীন হত্যা মামলায় তদন্ত প্রতিবেদনের জন্য আগামী ৭ মে দিন ধার্য করেছেন আদালত।
আজ ঢাকার মহানগর হাকিম সাইফুজ্জামান শরীফ এ আদেশ দেন।
ঢাকার অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান এ বিষয়ে এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন।
নথি থেকে জানা যায়, গত ১১ ফেব্রুয়ারি এলিফ্যান্ট রোডের নিজ বাসায় খুন হন মাহফুজা চৌধুরী। এ ঘটনায় নিউমার্কেট থানায় মামলা দায়ের করেন তাঁর স্বামী ইসমত কাদির গামা।
মামলার পরে গৃহকর্মী রিতা আক্তার ওরফে স্বপনা ও রুমা ওরফে রেশমা এবং দুই গৃহকর্মীর জোগানদাতা রুনু বেগম ওরফে রাকিবের মাকে গ্রেপ্তার করা হয়। তাঁরা তিনজন বর্তমানে কারাগারে আছেন।
মাহফুজা চৌধুরী ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত ইডেন কলেজের অধ্যক্ষ ছিলেন। তাঁর স্বামী ইসমত কাদির গামা মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান। সুকন্যা টাওয়ারের ১৫ ও ১৬ তলায় দুটি ফ্ল্যাটে (ডুপ্লেক্স) এই দম্পতির বহুদিনের সংসার। ওপরের অংশটিতে তাঁরা থাকেন। নিচতলায় রান্নাঘর, গৃহকর্মীদের আবাস।