কুলাউড়ায় বাসের ধাক্কায় জাসদ নেতা নিহত
কুলাউড়া-মৌলভীবাজার সড়কের ব্রাহ্মণবাজার আউলি নামক স্থানে দ্রুতগামী বাসের ধাক্কায় নিহত হয়েছেন কুলাউড়া জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক সহিদুর রহমান শহীদ (৪৬)। ঘটনাটি ঘটে সোমবার রাত সাড়ে ৯টার দিকে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুলাউড়া থেকে মৌলভীবাজারগামী যাত্রীবাহী জালালাবাদ এক্সপ্রেস নামক একটি বাস আউলি নামক স্থানে শহীদের মোটরসাইকেলকে সজোরে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে মিশন হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ফেঞ্চুগঞ্জ এলাকায় তাঁর মৃত্যু হয়।
নিহত জাসদ নেতা শহীদ কুলাউড়ার কাদিপুর ইউনিয়নের মিনারমহল গ্রামের মন্তর মিয়ার ছেলে। তিনি কুলাউড়া জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার জেলা জাসদের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন নজরুল।