শাহ আমানত বিমানবন্দরে ১১ কেজি স্বর্ণ আটক

Looks like you've blocked notifications!
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে প্রায় ১১ কেজি পরিমাণ স্বর্ণের বার উদ্ধার করা হয়। ছবি : এনটিভি

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ১১ কেজি স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার সকালে বিমানবন্দরে স্ক্যানিং করার সময় এক যাত্রীর হাতে থাকা ট্রলি থেকে ওইসব স্বর্ণের বার জব্দ করা হয়।

ওই যাত্রীর নাম দিদারুল আলম। দুবাই থেকে আসা ফ্লাইটে তিনি চট্টগ্রাম যান। এ ঘটনায় দিদারুলকেও আটক করা হয়। তাঁর বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে।

বিমানবন্দরের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক গাজী খায়রুল কবির জানান, আজ দুবাই থেকে আসা একটি ফ্লাইটের যাত্রী দিদারুল আলমের কাছ থেকে ৯৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। স্ক্যানিং করা সময় তাঁর ব্যাগে থাকা ওইসব সোনার বার ধরা পড়ে। উদ্ধার করা এই স্বর্ণের মূল্য প্রায় ছয় কোটি টাকা বলে জানান তিনি।

এর আগে সোমবার আবুধাবি থেকে আসা একটি উড়োজাহাজের টয়লেট থেকে দুইশটি স্বর্ণের বার উদ্বার করা হয়।