মাদকদ্রব্য আইনে যুবলীগ নেতার যাবজ্জীবন

Looks like you've blocked notifications!
ঝালকাঠির নলছিটি উপজেলায় মাদকদ্রব্য আইনে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পাওয়া আসামি যুবলীগ নেতা নূর আলম। ছবি : এনটিভি

ঝালকাঠির নলছিটি উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় নূর আলম খান নামের এক যুবলীগ নেতাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ মঙ্গলবার দুপুরে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ মো. তোফায়েল হাসান এ রায় দেন। এ সময় আসামি নূর আলম আদালতে উপস্থিত ছিলেন।

নূর আলম নলছিটি উপজেলার তিমিরকাঠি গ্রামের ওহাব খানের ছেলে। তিনি দপদপিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ২৮ জুলাই রাতে বরিশাল র‌্যাব-৮-এর একটি দল নলছিটি উপজেলার তিমিরকাঠি গ্রামে অভিযান চালায়। অভিযান চালিয়ে ফেনসিডিল বিক্রির সময় ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক নূর আলম খানকে গ্রেপ্তার করা হয়।

পরে নূর আলমের স্বীকারোক্তি অনুযায়ী, বাড়ির পাশে একটি মাছের ঘেরের পানির ভেতর থেকে ৩২০ বোতল ও ২০ লিটার তরল ফেনসিডিল উদ্ধার করে র‌্যাব।

এ ঘটনায় র‌্যাব-৮-এর উপসহকারী পরিচালক (ডিএডি) মো. আবদুর রহিম নাঈম বাদী হয়ে পরের দিন নলছিটি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন।

নলছিটি থানার উপপরিদর্শক (এসআই) আতিকুল ইসলাম তদন্ত শেষে ২০১৫ সালের ১ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

পরে ছয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ নূর আলমকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) এম আলম খান কামাল।