টাঙ্গাইলে আ. লীগের নেতৃত্বে ফারুক-জোয়াহের

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে ফজলুর রহমান খান ফারুক এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের নির্বাচিত হয়েছেন। আজ রোববার সন্ধ্যায় এ কমিটির ঘোষণা দেওয়া হয়।
এর আগে সকালে টাঙ্গাইল আউটার স্টেডিয়ামে সম্মেলনের উদ্বোধন করেন সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন। দীর্ঘ ১১ বছর পর জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হলো।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলমগীর খান মেনুর সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য দেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আযম, সাবেক মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, জেলা আওয়ামী লীগ নেতা ফজলুর রহমান খান ফারুক প্রমুখ।
সম্মেলনে বেগম মতিয়া চৌধুরী বলেন, একদিকে শেখ হাসিনা মানুষের মুক্তির জন্য এবং বিশ্বদরবারে বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য কাজ করে যাচ্ছেন; অন্যদিক আরেকজন দেশকে কালিমালিপ্ত করছেন। হত্যা ও ধ্বংসের তাণ্ডবলীলায় মেতে উঠেছেন।
সম্মেলনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠে টাঙ্গাইলের আওয়ামী লীগের রাজনৈতিক অঙ্গন। মিছিল আর ব্যানার ফেস্টুনে ছেয়ে যায় শহরের বিভিন্ন স্থান। সম্মেলনের প্রথম অধিবেশনের পর স্থানীয় ভাসানী হলে দ্বিতীয় অধিবেশন হয়।
২০০৪ সালের ৫ জানুয়ারি সর্বশেষ টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সেই সম্মেলনে অ্যাডভোকেট শামসুর রহমান খান শাহজাহান সভাপতি ও ফজলুর রহমান খান ফারুক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন।