লঞ্চ ও বার্জডুবিতে নিখোঁজ ৩ শ্রমিক উদ্ধারে পশুরে অভিযান

Looks like you've blocked notifications!
বাগেরহাটের মোংলা বন্দরে গতকাল মঙ্গলবার আকস্মিক ঝড়ের কবলে ডুবে যাওয়া লঞ্চ এমএল আকতারের নিখোঁজ ক্রেন ড্রাইভার মো. শাহালম। একই ঘটনায় এমবি হারড্ডা নৌযানের আরো দুই নিরাপত্তাপ্রহরী নিখোঁজ হন। ছবি : সংগৃহীত

বাগেরহাটের মোংলা বন্দরে ঝড়ের কবলে ডুবে যাওয়া লঞ্চ ও বার্জের নিখোঁজ তিন শ্রমিককে উদ্ধারে অভিযান শুরু হয়েছে।

আজ বুধবার সকাল ১০টা থেকে বন্দরের পশুর চ্যানেলে বেসক্রিক এলাকায় তল্লাশি অভিযান শুরু করে নৌবাহিনী, কোস্টগার্ড, বন্দর কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস ও শ্রমিক ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স খুলনা ট্রেডার্স।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ঝড়ের কবলে পড়ে লঞ্চ এমএল আকতার ও  হারড্ডা নামের অপর একটি বার্জ (নৌযান) ডুবির ঘটনা ঘটে।

খুলনা ট্রেডার্সের ম্যানেজার মো. মাসুদ কবির জানান, গতকাল রাতে আকস্মিক ঝড়ের কবলে পড়ে এমএল আকতার ও এমবি হারড্ডা ডুবে যায়। সে সময় লঞ্চে থাকা খুলনা ট্রেডার্সের ক্রেন ড্রাইভার মো. শাহালম, বার্জে থাকা নিরাপত্তাপ্রহরী মো. লতিফ ও মো. হেমায়েত নদীতে পড়ে নিখোঁজ হন।  তাঁদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।