মানুষকে রক্ষায় সব করবেন শেখ হাসিনা : মতিয়া চৌধুরী

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, দেশের শান্তিপ্রিয় মানুষকে রক্ষা করার জন্য জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা যা করার দরকার তাই করবেন।
আজ রোববার বিকেলে টাঙ্গাইল আউটার স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে মতিয়া চৌধুরী এ কথা বলেন।
মতিয়া চৌধুরী আরো বলেন, একদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের মুক্তির জন্য এবং বিশ্ব দরবারে বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য কাজ করছেন, অন্যদিক একজন দেশকে কালিমালিপ্ত করছেন। হত্যা ও ধ্বংসের তাণ্ডবলীলায় মেতে উঠেছেন।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলমগীর খান মেনুর সভাপতিত্বে সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আযম, সাবেক মন্ত্রী সাহারা খাতুন ও ড. আবদুর রাজ্জাক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান খান ফারুকসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
এর আগে বেলা ১১টার দিকে ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন সাবেক মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন। দীর্ঘ ১১ বছর পর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠে টাঙ্গাইলের আওয়ামী লীগের রাজনীতির অঙ্গন। মিছিল আর ব্যানার-ফেস্টুনে ছেয়ে যায় শহরের বিভিন্ন স্থান।
সম্মেলনের প্রথম অধিবেশনের পর স্থানীয় ভাসানী হলে দ্বিতীয় অধিবেশন শুরু হয়। জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী ছিলেন।
২০০৪ সালের ৫ জানুয়ারি সর্বশেষ টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে অ্যাডভোকেট শামসুর রহমান খান শাহজাহানকে সভাপতি ও ফজলুর রহমান খান ফারুক সম্পাদক নির্বাচিত হন। ৭১ সদস্য বিশিষ্ট এ কমিটির সভাপতিসহ ১৩ জন সদস্য এরই মধ্যে মারা গেছেন।