মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ : মায়ের জবানবন্দি
বহুল আলোচিত মাগুরার মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ মামলার ভিকটিম শিশুটির মা নাজমা বেগমের জবানবন্দি রেকর্ড করেছেন আদালত। রোববার মাগুরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ মো. ইমতিয়াজুল ইসলাম তাঁর জবানবন্দি রেকর্ড করেন।
এ সময় আদালতে নাজমা, তাঁর গুলিবিদ্ধ মেয়ে সুরাইয়া ও স্বামী বাচ্চু ভূঁইয়া উপস্থিত ছিলেন।
মাগুরা শহরের দোয়ারপাড় এলাকায় যুবলীগের কামরুল ভূঁইয়া এবং আজিবর শেখ ও আলী হোসেন পক্ষের মধ্যে গত ২৩ জুলাই মাদক ও চাঁদাবাজি নিয়ে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে বৃদ্ধ মোমিন ভূঁইয়া গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ সময় আট মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ নাজমা বেগম গুলিবিদ্ধ হন। রাতেই মাগুরা সদর হাসপাতালে নাজমা বেগমের অস্ত্রোপচার করে তাঁর গর্ভের সন্তানকে চিকিৎসকরা গুলিবিদ্ধ দেখতে পান। পরে নবজাতক শিশু সুরাইয়াকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।
গুলিবিদ্ধের মামলার অন্যতম আসামি যুবলীগ নেতা আজিবর শেখ গত ১৭ জুলাই পুলিশের কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়। মামলার প্রধান আসামি জেলা ছাত্রলীগের সহসভাপতি সুমন সেনসহ সব আসামি জেলহাজতে রয়েছেন।