বিচারহীনতার সংস্কৃতির কারণে নুসরাতকে হত্যা : সুজন সম্পাদক

Looks like you've blocked notifications!
সোমবার জাতীয় সংসদ ভবনের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। ছবি : এনটিভি

বিচারহীনতার সংস্কৃতির কারণে ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যা করা হয়েছে বলে মনে করেন সুশাসনের জন্য নাগরিক-সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার।

আজ সোমবার জাতীয় সংসদ ভবনের সামনে কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম ও সুজন আয়োজিত মানববন্ধনে বদিউল আলম মজুমদার এই কথা বলেন। মানববন্ধনে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলাসহ দোষীদের দ্রুত সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়।

সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, ‘নারীর প্রতি এই সহিংসতা যেন চিরতরে বন্ধ হয়। বিচারহীনতার সংস্কৃতিই এই রকম অপকর্মের জন্য মূলত দায়ী। তাই আমাদের এই বিচারহীনতার সংস্কৃতির অবসান ঘটাতে হবে।’

এদিকে নুসরাত হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। এতে বক্তারা বলেন, অতীতের খুন-ধর্ষণের ঘটনার বিচারহীনতার কারণেই বাড়ছে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য দেন অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ। ছবি : এনটিভি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ বলেন, ‘আমরা ওই দারোগার (সোনাগাজী মডেল থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেন) শাস্তিও দাবি করব। কেন তিনি সঠিক সময়ে সঠিকভাবে মামলাটা গ্রহণ করল না? যদি তা করত, তাহলে হয়তো ট্র্যাজেডি এতদূর অগ্রসর হতো না।’

এ ছাড়া জাতীয় প্রেসক্লাবের সামনে মানবাধিকার আন্দোলনের মানববন্ধন থেকে নুসরাত হত্যার বিচারের জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানানো হয়।

জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে নুসরাত হত্যার বিচারের দাবিতে মানববন্ধনে বক্তব্য দেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। ছবি : এনটিভি

মানববন্ধনে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘অত্যাচার নির্যাতন ধর্ষণ চলছে। তার বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ ও প্রতিবাদ করার মানুষ প্রয়োজন। এই দেশ কোনো মানুষের দেশ নয়, যারা শাসন করছে তারা মানবতাকে বিতাড়ন করেছে।’

নুসরাত হত্যার সঙ্গে জড়িতদের বাঁচাতে রাজনৈতিক ছত্রছায়ায় কোনো ধরনের অপতৎপরতা যাতে না হয়, সরকারকে সে বিষয়ে সজাগ থাকার দাবি জানান আন্দোলনকারীরা।