সংবাদ সংগ্রহ করতে গিয়ে ঠিকাদারের হামলায় সাংবাদিক আহত

Looks like you've blocked notifications!
ঠিকাদার আশরাফ উদ্দিন পাঠান। ছবি : সংগৃহীত

নরসিংদীতে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করে রাস্তা নির্মাণ করছে স্থানীয় প্রভাবশালী এক ঠিকাদার। এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে ক্যামেরায় ছবি ধারণ করতে গেলে ঠিকাদার ও তাঁর লোকজনের হামলার শিকার হয়েছেন দৈনিক মানবকণ্ঠের সাংবাদিক আইয়ুব খান সরকার ও তাঁর ক্যামেরাপারসন বিচিত্র দাস।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে পৌর শহরের সংগীতা এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ঠিকাদার আশরাফ উদ্দিন পাঠানের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত দুজনকে আসামি করে থানায় মামলা করেছেন আহত সাংবাদিক।

মামলার এজাহার সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে সাংবাদিক আইয়ুব খান নিজস্ব সোর্সের মাধ্যমে জানতে পারেন যে পৌর শহরের সংগীতা এলাকায় নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করে এলজিইডি প্রকৌশলী রায়হান সিদ্দিকের উপস্থিতিতে রাস্তা নির্মাণের কাজ চলছে। এমন সংবাদের ভিত্তিতে সাংবাদিক আইয়ুব খান সরকার ও তাঁর ক্যামেরাপারসন বিচিত্র দাস ঘটনাস্থলে উপস্থিত হন। ক্যামেরাপারসন তাঁর ক্যামেরায় চিত্র ধারণ করতে গেলে ঠিকাদারের লোকজন তাঁকে চিত্র ধারণ করতে নিষেধ করে। তারা বিচিত্র দাসকে মারতে উদ্যত হয়। বিষয়টি আইয়ুব খানের দৃষ্টিগোচর হলে তিনি ঘটনা জানতে চান। এই কারণে তাঁর ওপর হামলা চালান আশরাফ উদ্দিন পাঠান ও তাঁর সহযোগীরা।