চুয়াডাঙ্গায় ইটভাটায় মাটিচাপায় দুই শ্রমিক নিহত

Looks like you've blocked notifications!
চুয়াডাঙ্গা জেলা সদর হাসপাতালে নিহতদের স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। ছবি : এনটিভি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় একটি ইটভাটায় মাটিচাপা পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। ওই ঘটনায় আরো এক ব্যক্তি আহত হন।

নিহত শ্রমিকরা হলেন আবদুল হান্নান (৪৫) ও মাহবুব (৫০)।

আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার জয়রামপুর এলাকায় শেখ ব্রিকস নামের ইটভাটায় এ ঘটনা ঘটে।

নিহত হান্নান কেশবপুর গ্রামের মৃত কালাচাঁদ মণ্ডল ও  মাহবুব নতুন বাস্তপুর গ্রামের মৃত লাল মোহাম্মদের ছেলে।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, আজ সকালের দিকে স্থানীয় আবুল কাশেমের মালিকানাধীন শেখ ব্রিকস নামে একটি ইটভাটায় মাটি কাটার কাজ করার সময় তিন শ্রমিক চাপা পড়েন।

দ্রুত আহতদের জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক হান্নান ও মাহবুবকে মৃত ঘোষণা করেন।

আহত অপর ব্যক্তি শফিদুল ইসলাম (৪০) চিকিৎসাধীন। তিনি কেশবপুরের বাসিন্দা।

দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল হাসান জানান, নিহত প্রত্যেকের পরিবারকে জেলা প্রশাসকের নির্দেশে ১৫ হাজার টাকা করে দেওয়া হবে।