শিশু অধিকার সচেতনতায় কনসার্ট

Looks like you've blocked notifications!
শিশু অধিকার সচেতনতায় চাইল্ড রাইটস অ্যাওয়ারনেস কনসার্টের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ছবি : এনটিভি

শিশুশ্রম রোধ, শিশু অধিকার সুরক্ষা ও অন্ধত্ব নিবারণের লক্ষ্যে ‘চাইল্ড রাইটস অ্যাওয়ারনেস’ নামে একটি কনসার্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আজ মঙ্গলবার রাজধানীর গুলশানে একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানায় কনসার্টের আয়োজক শিশুবিষয়ক সংগঠন ডিসট্রেডস চিলড্রেন অ্যান্ড ইনফ্যান্ট ইন্টারন্যাশনাল (ডিসিআই) ও রাইটস অ্যান্ড সাইট ফর চিলড্রেন (আরএসএস)।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৯ এপ্রিল শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনের (কেআইবি) মিলনায়তনে ওই কনসার্ট অনুষ্ঠিত হবে। বিকেল সাড়ে ৫টায় শুরু হয়ে রাত সাড়ে ৯টা পর্যন্ত চার ঘণ্টাব্যাপী চলবে সংগীতানুষ্ঠান। কনসার্টের টিকেটের মূল্য পাঁচশ, এক হাজার ও দুই হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বারডেম হাসপাতালের সেক্রেটারি জেনারেল অধ্যাপক এ কে আজাদ খান, বিশিষ্ট সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন, হাসান আবিদুর রেজা জুয়েল, ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ, ডিসিআইর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. এহসান হক, ট্রপিক্যাল ডেইরি চেয়ারম্যান মাসুদুর খান, এটিএন বাংলার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তাশিক আহমেদ প্রমুখ।