এখন মানুষের জীবনের কোনো মূল্য নাই : এরশাদ
বর্তমান সরকারের আমলে মানুষের জীবনের কোনো মূল্য নেই বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
urgentPhoto
আজ সোমবার বিকেলে চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এরশাদ এ কথা বলেন। পটিয়া উপজেলা আদর্শ স্কুল মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
পৌরসভা নির্বাচন প্রসঙ্গে সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, ‘এই নির্বাচন যেন গত পৌরসভার নির্বাচনের মতো না হয়। নইলে আমরা মানব না, আমরা মানব না। এই পরীক্ষায় আওয়ামী লীগকে উত্তীর্ণ হতে হবে। তাদের প্রমাণ করতে হবে তারা সুষ্ঠু নির্বাচনের পক্ষে, নিরপেক্ষ নির্বাচনের পক্ষে, নির্বাচনে হস্তক্ষেপ করবে না। আমার আশা, কতটুকু সফল হবে জানি না। কিন্তু এই কথা বলতে চাই, আওয়ামী লীগ যদি এই পরীক্ষায় পাস করতে পারে অতীতের সব কিছু মানুষ ভুলে যাবে। অতীতের সব কুকর্ম, অকর্ম তারা ভুলে যাবে।’
স্থানীয় সরকার নির্বাচন অবাধ ও সুষ্ঠু না হলে জাতীয় পার্টি ও জনগণ তা মেনে নেবে না বলে মন্তব্য করেন এরশাদ।
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘আমেরিকার অ্যাম্বাসেডর বলেছেন, এখানে সন্ত্রাসের ভয় আছে, বিদেশিরা এখানে আসবে না। রেড অ্যালার্ট।’ এই সময় তিনি দাবি করেন, ‘আমাদের সময় রেড অ্যালার্ট হয় নাই। আমাদের সময় বিদেশি হত্যা হয় নাই। মানুষ হত্যা হয় নাই। মানুষকে রক্ত দিতে হয় নাই। এখন মানুষের জীবনের কোনো মূল্য নাই। কত মানুষ প্রতিদিন নিহত হচ্ছে, রাস্তার ধারে মৃতদেহ পড়ে আছে, কত মানুষের মৃতদেহ পানিতে ভাসছে তার কোনো হিসাব নাই।’
জাতীয় পার্টির নেতা শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে জাতীয় পার্টির নেতা পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহামুদ ও মেহজাবিন মোর্শেদ বক্তব্য দেন।
সম্মেলনে হুসেইন মুহাম্মদ এরশাদ বলেন, দেশ পরিচালনায় বিএনপি ও আওয়ামী লীগ দুই দলই ব্যর্থ হওয়ায় আগামীতে জাতীয় পার্টির ক্ষমতায় আসার সুযোগ তৈরি হয়েছে। এ সুযোগকে কাজে লাগানোর জন্য তিনি নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। এরশাদ দেশের জনগণ শান্তিতে নেই ও সাংবাদিক সাগর রুনির হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় দেশে হত্যাকাণ্ড বেড়ে চলছে বলে মন্তব্য করেন।
সম্মেলনে সামছুল আলম মাস্টারকে সভাপতি ও নুরুচ্ছাফা সরকারকে সাধারণ সম্পাদক করে ১১১ সদস্যবিশিষ্ট চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় পার্টির কমিটি ঘোষণা করা হয়েছে।