ঝিনাইদহে আ.লীগ কর্মীকে গুলি করে হত্যা
ঝিনাইদহে আওয়ামী লীগের এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত পৌনে ৯টার দিকে সদর উপজেলার কুবিরখালী গ্রামের খালপাড়ার রাস্তার ওপর এ ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে এ খবর নিশ্চিত করেছেন নিকটবর্তী গোপালপুর পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) রাজু আহম্মেদ।
নিহত জামিরুল ইসলাম (৪৬) সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের কামতা-মীর্জাপুর গ্রামের মৃত মজনু বিশ্বাসের ছেলে।
এএসআই রাজু আহম্মেদ জানান, নিহত জামিরুল ইসলাম স্থানীয় চন্ডিপুর বাজার থেকে মোটরসাইকেলে চড়ে নিজ বাড়ি কামতা-মীর্জাপুর গ্রামে ফিরছিলেন। ঘটনাস্থলে যাওয়ার পরে অস্ত্রধারীরা তাঁর মোটরসাইকেলের গতিরোধ করে এবং তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় তাঁর বুকে ও মাথায় দুটি গুলি লাগে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
নিহত জামিরুল একজন হার্ডওয়ার ব্যবসায়ী এবং স্থানীয় আওয়ামী লীগের কর্মী ছিলেন বলে পুলিশ জানিয়েছে। প্রাথমিকভাবে এ হত্যার কারণ জানাতে পারেনি পুলিশ।