শবেবরাতে আতশবাজি ও বিস্ফোরক নিষিদ্ধ ঘোষণা

Looks like you've blocked notifications!

যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় আগামীকাল রোববার দিবাগত রাতে সারাদেশে পবিত্র শবেবরাত পালিত হবে। হিজরি সালের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি বিশ্ব মুসলিম উম্মাহ শবেবরাত বা সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে। মুসলিম সম্প্রদায়ের জন্য এ রাতটি ‘লাইলাতুল বরাত’ হিসেবে পরিচিত।

পবিত্র শবেবরাত উপলক্ষে রাজধানীতে সব ধরনের বিস্ফোরক ও আতশবাজি বহন নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শবেবরাতের পবিত্রতা রক্ষার্থে ডিএমপি অধ্যাদেশ ৩/১৯৭৬-এর ২৮ ধারায় এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

শনিবার ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সন্ধ্যা ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।