বাইসাইকেলের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত
ঝিনাইদহ সদর উপজেলায় বাইসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে শাহিনুর ইসলাম লিখন (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বাইসাইকেল আরোহীও এতে আহত হন।
গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আমেরচারা নামক স্থানে ওই দুর্ঘটনা ঘটে।
নিহত শাহিনুর উপজেলার কাশিপুর গ্রামের মতলেবুর রহমানের ছেলে। তিনি নারায়ণগঞ্জ সাবরেজিস্ট্রি অফিসে সহকারী হিসেবে কর্মরত ছিলেন।
ঝিনাইদহ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দিলীপ কুমার সরকার জানান, গতকাল রাতে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে করে ঝিনাইদহ শহরের দিকে যাচ্ছিলেন শাহিনুর। পথে আমেরচারা নামক স্থানে ঝড়ো বাতাসের মুখে পড়ে নিয়ন্ত্রণ রাখতে না পেরে বিপরীত দিক থেকে আসা একটি বাইসাইকেলের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই আরোহী আহত হন।
পরে আহত অবস্থায় সদর হাসপাতালে নেওয়ার পর মোটরসাইকেল আরোহী শাহিনুরকে মৃত ঘোষণা করেন হাসপাতালের চিকিৎসক। আহত বাইসাইকেল আরোহী হাসানুর জামান বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।