সিরাজগঞ্জে কাভার্ডভ্যান উল্টে পথচারী নিহত

Looks like you've blocked notifications!
সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল। ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জে কাভার্ডভ্যান উল্টে এক পথচারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো চারজন।

আজ মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের নলকা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পথচারীর নাম আবদুর রহিম মণ্ডল (৪০)। তিনি সলঙ্গা থানার আলোকদিয়া গ্রামের হযরত আলীর ছেলে।

গুরুতর আহত অবস্থায় গোলাম মোস্তফা নামের একজনকে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী জানান, আজ সকালে একটি কাভার্ডভ্যান ঢাকা থেকে উত্তরাঞ্চলের দিকে যাচ্ছিল। কাভার্ডভ্যানটি নলকা ব্রিজ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পথচারীদের ওপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন আবদুর রহিম মণ্ডল। এ সময় আহত হন আরো চার পথচারী। তাঁদের মধ্যে গুরুতর আহত অবস্থায় মোস্তফা নামের একজনকে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া আহত অন্য ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।