সড়ক দুর্ঘটনায় ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থী নিহত

Looks like you've blocked notifications!
ব্র্যাক ইউনিভার্সিটির ছাত্রী ফাহমিদা হক লাবণ্য। ছবি : ফেসবুক থেকে নেওয়া

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ব্র্যাক ইউনিভার্সিটির এক ছাত্রী নিহত হয়েছেন। নিহত ওই ছাত্রীর নাম ফাহমিদা হক লাবণ্য। একটি অ্যাপভিত্তিক মোটরসাইকেল রাইড শেয়ার করে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলেন তিনি।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাজধানীর শেরে বাংলানগরে হৃদরোগ ইনস্টিটিউট সংলগ্ন রাস্তায় ওই দুর্ঘটনার ঘটে। লাবণ্যর মৃতদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

শেরে বাংলানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুন্সি জানান, শ্যামলীর বাসা থেকে একটি মোটরসাইকেলে করে লাবণ্য ব্র্যাক ইউনিভার্সিটিতে যাচ্ছিলেন। হৃদরোগ ইনস্টিটিউটের পাশের রাস্তায় দুর্ঘটনার কবলে পড়ে ওই মোটরসাইকেল। এতে ঘটনাস্থলেই নিহত হন লাবণ্য।

তবে লাবণ্যর এক বন্ধু ফেসবুকে জানিয়েছেন, লাবণ্য ‘উবার মটো’তে (অ্যাপভিত্তিক আরেকটি সেবা) করে বিশ্ববিদ্যালয় যাচ্ছিলেন। একটি পিকআপ ভ্যানের চাপায় নিহত হন লাবণ্য। মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের চালক পলাতক।

শেরে বাংলানগর থানার উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম পরে জানান, নিহত লাবণ্যর মোবাইল ফোন পরীক্ষা করে জানা যায় ‘উবার মটো’ সেবা ব্যবহার করছিলেন তিনি।

ওসি জানে আলম জানান, এই ঘটনায় মোটর সাইকেলের চালক আহত হয়েছেন, তবে তাঁর সন্ধান এখনো পাওয়া যায়নি।