অবৈধভাবে ভারত না যেতে বিজিবির সতর্কতা

Looks like you've blocked notifications!
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কড়িয়া বিওপি ক্যাম্পে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, গরু ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে বিজিবির মতবিনিময় সভা। ছবি : এনটিভি

চোরাচালান প্রতিরোধে অবৈধভাবে সীমান্ত অতিক্রম বন্ধ এবং ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিরস্ত্র বাংলাদেশি নাগরিক হত্যা রোধে জয়পুরহাট সীমান্তে  জনসচেতনতামূলক এক মতবিনিময় সভা করেছে বিজিবি।

সোমবার দুপুরে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কড়িয়া বিওপি  ক্যাম্পে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, গরু ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জয়পুরহাটে-৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল খবির সরকার।

অন্যদের মধ্যে বক্তব্য দেন ব্যাটালিয়নের অপস্ অফিসার মেজর নাসির ইমাম রুমি, পাঁচবিবি উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তাফিজার রহমান, পাঁচবিবি পৌরসভার মেয়র হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

সভায় বাংলাদেশি কোনো নাগরিক যেন সীমান্ত রেখা অতিক্রম করে অবৈধভাবে গরু বা অন্য কোনো পণ্য আনতে ভারতে না যায় সে ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়।