সিম নিবন্ধনে আঙুলের ছাপ পদ্ধতির উদ্বোধন

Looks like you've blocked notifications!
প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় আজ বায়োমেট্রিক পদ্ধতির উদ্বোধন করেন। ছবি : নিউজ রুম ফটো

মোবাইল ফোনের সিম নিবন্ধনে বায়োমেট্রিক (আঙুলের ছাপ) পদ্ধতির পরীক্ষামূলক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

টেলিটকের সিম কিনে আজ বুধবার বেলা ১১টার দিকে সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে জয় এ কর্মসূচির উদ্বোধন করেন। আগামী ১৬ ডিসেম্বর থেকে এ পদ্ধতি পুরোপুরি চালু হবে।

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশে কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে সজীব ওয়াজেদ জয় বলেন, ‘তথ্যপ্রযুক্তি খাতে আমি শুধু পরামর্শ দিয়েছি। পুরো কাজটি করেছেন আপনারা। বাংলাদেশ হলো বায়োমেট্রিক পদ্ধতি চালু হতে যাওয়া দ্বিতীয় দেশ।’

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, ‘জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে এটি একটি অগ্রগতি। ১৬ ডিসেম্বর থেকে কেউ আর আঙুলের ছাপ না দিয়ে সিম কিনতে পারবেন না। এতে করে কারো পরিচয় শনাক্ত করা সহজ হবে।’

এর আগে গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলনে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বায়োমেট্রিক পদ্ধতির বিভিন্ন দিক তুলে ধরেন। আজ সচিবালয়ে টেলিযোগাযোগ মন্ত্রণালয় পরিদর্শন করে এ বিষয়গুলোর অগ্রগতি দেখেন সজীব ওয়াজেদ জয়।