নুসরাতের ময়নাতদন্ত প্রতিবেদন জমা

Looks like you've blocked notifications!
ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফি। ছবি : সংগৃহীত

আগুন সন্ত্রাসে নিহত ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির ময়নাতদন্ত প্রতিবেদন জমা দিয়েছে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ফরেনসিক বিভাগ। আজ শনিবার বিকেলে শাহবাগ থানা পুলিশের কাছে এই প্রতিবেদন হস্তান্তর করা হয়।

ঢামেকের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ জানান, পূর্ণাঙ্গ প্রতিবেদনটি আমাদের কাছে আসার পর তা শাহবাগ থানায় জমা দিয়েছি। আগুনে পোড়ার কারণেই নুসরাতের মৃত্যু হয়েছে। এছাড়া অন্য কোনো আলামত পাওয়া যায়নি।

গত ৬ এপ্রিল সকালে আলিম পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় যান নুসরাত জাহান রাফি। মাদ্রাসার এক ছাত্রী তাঁর বান্ধবী নিশাতকে ছাদের ওপর কেউ মারধর করছে এমন সংবাদ দিলে তিনি ওই বিল্ডিংয়ের চারতলায় যান। সেখানে মুখোশপরা চার-পাঁচজন তাঁকে মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলার বিরুদ্ধে মামলা ও অভিযোগ তুলে নিতে চাপ দেন। নুসরাত অস্বীকৃতি জানালে তারা গায়ে আগুন দিয়ে পালিয়ে যায়।

১০ এপ্রিল রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান অগ্নিদগ্ধ নুসরাত জাহান রাফি।

ওই ঘটনায় গত ৮ এপ্রিল রাতে মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলা ও পৌর কাউন্সিলর মুকছুদ আলমসহ আটজনের নাম উল্লেখ করে সোনাগাজী মডেল থানায় মামলা করেন অগ্নিদগ্ধ রাফির বড় ভাই মাহমুদুল হাসান নোমান। এরই মধ্যে হত্যাকাণ্ডে জড়িত প্রায় সবাইকে গ্রেপ্তার করেছে মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।