রাজধানীতে লিগ্যাল এইড দিবস পালিত
‘বঙ্গবন্ধুর সোনার বাংলায় শেখ হাসিনার অবদান, বিনামূল্যে লিগ্যাল এইডে আইনী সেবা দান’ এই প্রতিপাদ্য নিয়ে রাজধানীতে পালিত হয়েছে লিগ্যাল এইড দিবস।
আজ রোববার সকালে ঢাকার জেলা জজ আদালত প্রাঙ্গণে দিবসটি উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকার জেলা জজ মো. হেলাল চৌধুরী ।
অনুষ্ঠানে ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস, ঢাকার মুখ্য বিচারিক হাকিম ড. এমদাদুল হক, মুখ্য মহানগর হাকিম জাহেদুল কবির, ঢাকা জেলার লিগ্যাল এইড অফিসার (সিনিয়ার সহকারী জজ) মো. আলমগীর হোসাইন , সাবেক ঢাকা জেলা লিগ্যাল এইড অফিসার ও বর্তমানে ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী, ঢাকার অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার ৯ (ডিসি) আনিসুর রহমান, লিগ্যাল এইডের প্যানেল আইনজীবীরা উপস্থিত ছিলেন।
আয়োজিত কর্মসূচীর মধ্যে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, লিগ্যাল এইড মেলা, আলোচনা সভা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি।
ঢাকা জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মো. আলমগীর হোসাইন এনটিভি অনলাইনকে জানান, ‘আজ ২৮ এপ্রিল সকাল ৯ টায় ঢাকার জেলা ও দায়রা জজ মো. হেলাল চৌধুরীর নেতৃত্বে সড়কে র্যালির মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। র্যালি শেষে ঢাকার জেলা ও দায়রা জজ লিগ্যাল এইড মেলা ও রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন। এ ছাড়া বিকেল সাড়ে ৪টায় মহানগর দায়রা জজ আদালতের ৪র্থ তলায় জগন্নাথ সোহেল স্মৃতি মিলনায়তনে ঢাকা জেলা লিগ্যাল এইড সম্পর্কিত আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
২০১৩ সালের ২৯ জানুয়ারি মন্ত্রিসভার এক বৈঠকে প্রথম বারের মতো সরকার ‘আইন সহায়তা প্রদান আইন, ২০০০’ কার্যকরের দিন ২৮ এপ্রিলকে ‘জাতীয় আইনগত সহায়তা দিবস' ঘোষণা করে। এরপর থেকে প্রতি বছর লিগ্যাল এইড দিবসটি যথাযথ মর্যাদায় পালন করছে বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং দেশের প্রতিটি জেলার জেলা জজ আদালত সমূহ।