সাতক্ষীরায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে সাতক্ষীরায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।
আজ রোববার সকালে জেলার পুরান জজ আদালত চত্বর থেকে শোভাযাত্রা বের হয়। শেষ হয় জেলা জজ আদালত প্রাঙ্গণে। এতে নেতৃত্ব দেন জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান।
শোভাযাত্রায় আরো অংশ নেন জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইলতুতমিস, মুখ্য বিচারিক হাকিম পাভেল রহমান, জেল সুপার জাহিদ হোসেন প্রমুখ। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সরকার দরিদ্র মানুষের মামলার ব্যয়ভার বহন করছে উল্লেখ করে সভায় বলা হয়, আইন ও বিচার পাওয়ার অধিকার সবার রয়েছে। বিশেষ করে যারা দরিদ্র তাদের মামলার ব্যয়ভার সরকার বহন করছে। এ জন্য এই সেবা নিতে তাদের এগিয়ে আসতে হবে।