সিলেটে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, যাত্রীদের দুর্ভোগ

Looks like you've blocked notifications!
সাত দফা দাবিতে আজ সোমবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেট বিভাগে কর্মবিরতি পালন করছেন পরিবহন শ্রমিকরা। ছবি : ইউএনবি

সাত দফা দাবিতে আজ সোমবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেট বিভাগে কর্মবিরতি পালন করছেন পরিবহন শ্রমিকরা। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটি এ কর্মবিরতির ডাক দেয়।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সিলেট বিভাগীয় কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক জানান, মৌলভীবাজারের শেরপুরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ঘোরি মো. ওয়াসিম আব্বাসের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার ধারা ৩০২-এর স্থলে ৩০৪ করাসহ সাত দফা দাবিতে তাঁরা এ কর্মবিরতি পালন করছেন।

সভাপতি আরো জানান, অ্যাম্বুলেন্স ও প্রাইভেট গাড়ি এ কর্মবিরতির আওতার বাইরে থাকবে। সড়কে কোনো পিকেটিং হবে না। শ্রমিকরা নিজ নিজ গাড়ি নিয়ে সড়কে নামবেন না।

এর আগে গত শনিবার সিলেট জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে পরিবহন শ্রমিকদের এ কর্মবিরতি পালনের ঘোষণা দেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতারা।

পরিবহন শ্রমিকদের সাত দফা দাবি হচ্ছে—শেরপুরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার ধারা ৩০২-এর স্থলে ৩০৪ করতে হবে। সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ১০৫ ধারায় জরিমানা পাঁচ লাখ টাকার পরিবর্তে ৫০ হাজার করতে হবে।

এক জেলার গাড়ি অন্য জেলায় রিকুইজিশন করা যাবে না, সড়ক মহাসড়কে চেকিংয়ের নামে যত্রতত্র গাড়ি থামিয়ে পুলিশি হয়রানি, কথায় কথায় পুলিশ কর্তৃক রং পার্কিংয়ের নামে হয়রানি, রেকারিংয়ের নামে পুলিশের চাঁদাবাজি ও সেতুতে টোল আদায় বন্ধ করতে হবে।