'তারেক রহমানের সিদ্ধান্তেই বিএনপির এমপিরা শপথ নিয়েছেন'

Looks like you've blocked notifications!

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সংসদ ও সংসদের বাইরে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে দলীয় সিদ্ধান্তে বিএনপির নির্বাচিতরা শপথ নিয়েছেন।’

বিএনপির মহাসচিব বলেন, ‘সংসদে কথা বলার সুযোগ ও খালেদা জিয়ার মুক্তির আন্দোলন বেগবান করতেই সংসদে যাওয়ার সিদ্ধান্তকে যুক্তিযুক্ত মনে করছে বিএনপি।’ তিনি আরো বলেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তেই বিএনপির এমপিরা শপথ নিয়েছে।’ মির্জা ফখরুল শপথ নেবেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘অপেক্ষা করুন জানতে পারবেন।’

আজ সোমবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন মির্জা ফখরুল। এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘আমরা গণতান্ত্রিক একটা দেশ চেয়েছিলাম। আর গণতান্ত্রিক ধারায় রাজনীতি করে বিএনপি।’ জনগণ বিএনপির এ সিদ্ধান্তকে কীভাবে নেবে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা গণতন্ত্রের স্বার্থে এ সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি তারা ভালোভাবেই নেবে।’

এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘রাজনীতিতে আজ যেটা হবে কাল সেটা পরিবর্তন হবে। এটাই স্বাভাবিক। এটাই রাজনীতি। আমরা দেশের জন্য, রাজনীতির জন্যই শপথের সিদ্ধান্ত নিয়েছি। আমি আজ যেটা বলেছি কাল সেটা পরিবর্তনও হতে পারে। আমরা সিদ্ধান্ত নিয়েছি দলের জন্য, রাজনীতির জন্য দেশের জন্য।’

শপথ নেওয়ার পর ঐক্যফ্রন্টের সদস্যদের জাতীয় বেইমান বলেছেন, এখন আপনাদের দলের এমপিরা শপথ নিয়েছেন সে বিষয়ে কি বলবেন জানতে চাইলে তিনি বলেন, ‘সেটাও পরে জানতে পারবেন।’

মির্জা ফখরুল আরো বলেন, ‘গত ৩০ ডিসেম্বর নির্বাচনের নামে প্রহসন হয়েছে। সেটি ছিল নির্বাচনের নামে প্রহসন। ওই নির্বাচনে দেশের জনগণকে তাদের ভোটাধিকার থেকে বিরত রাখা হয়েছে। এরই মাঝে এটি সারা বিশ্বের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছে।’ তিনি আরো বলেন, ‘নির্বাচনই ক্ষমতা পরিবর্তনের একমাত্র পথ। কিন্তু বর্তমান ক্ষমতাসীনরা এটিকে ক্ষমতা দখলে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এমনকি ভোটারবিহীন সরকার তাদের এই সংসদকে বিশ্বের কাছে সচল দেখাতে চায়।’

বিএনপির মহাসচিব আরো বলেন, ‘আমরা আশা করি দেশবাসীকে সাথে নিয়ে খালেদা জিয়াকে মুক্ত, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠাসহ খালেদা জিয়া ঘোষিত জাতীয় ঐক্যের সরকার গঠন করতে পারবে।’