‘তারেক রহমানের নির্দেশেই আমরা সংসদে যোগদান করেছি’

Looks like you've blocked notifications!
শপথগ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির এমপি হারুনুর রশিদ। ছবি : এনটিভি

সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ নিয়ে বিএনপির হারুনুর রশিদ বলেছেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশক্রমেই আমরা আজকে জাতীয় সংসদে যোগদান করেছি।’

আজ সোমবার শপথগ্রহণের পর সাংবাদিকদের এসব কথা বলেন হারুনুর রশিদ। এমপি হিসেবে হারুনুর রশীদের পাশাপাশি শপথ নিয়েছেন বিএনপির আরো তিন সদস্য।

সোমবার বিকেলে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাঁদের শপথ পড়ান। আজ শপথ নিয়েছেন বিএনপির আমিনুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ-২), হারুনুর রশিদ (চাঁপাইনবাবগঞ্জ-৩), উকিল আবদুস সাত্তার (ব্রাহ্মণবাড়িয়া-২) ও মোশাররফ হোসেন (বগুড়া-৪)।

এর আগে গত বৃহস্পতিবার শপথ নেন ঠাকুরগাঁও -৩ আসন থেকে নির্বাচিত বিএনপির জাহিদুর রহমান জাহিদ।

বিএনপির এমপি হারুনুর রশিদ বলেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশক্রমেই আমরা আজকে জাতীয় সংসদে যোগদান করেছি। এর মূল লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে, বাংলাদেশে আজকে সুশাসন নাই, গণতান্ত্রিক শাসন নাই, আজকে বাংলাদেশে আইনের শাসন নাই, প্রকৃত জনপ্রতিনিধিদের শাসন নাই। এই অবস্থাগুলো জনগণের সামনে তুলে ধরার জন্য জাতীয় সংসদে আমরা প্রবেশ করেছি।’

হারুনুর রশিদ আরো বলেন, ‘জনগণের ভোট চুরি কীভাবে করা যায় এটাকে বাংলাদেশের সংবিধানে প্রতিষ্ঠিত করার জন্যে আজকে সরকার ক্ষমতায় এসেছে। সুতরাং এই অবস্থা থেকে দেশবাসীকে মুক্ত করার দায়িত্ব সম্পূর্ণটাই সরকারের। যত দ্রুত সম্ভব জাতীয় সংলাপের আয়োজন করে দেশকে সংকটমুক্ত করার জন্যে অবিলম্বে পুনর্নির্বাচনের দাবি জানাব।’

এ সময় বগুড়া-৪ আসনে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য মোশারফ হোসেন বলেন, ‘পুনর্নির্বাচন দিয়ে অবশ্যই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে এবং দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে, এটাই আমাদের আহ্বান।’

সংসদের হুইপ ইকবালুর রহীম এ সময় উপস্থিত ছিলেন। বিএনপি নেতা হারুনুর রশিদের সঙ্গে তাঁর স্ত্রী সাবেক এমপি সৈয়দা আসিফা আশরাফী পাপিয়াও ছিলেন।

এই চারজন শপথ নেওয়ায় এখন কেবল বিএনপি থেকে নির্বাচিতদের মধ্যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরই বাকি আছেন।

গত বছরের ৩০ ডিসেম্বরের নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করে নির্বাচন করে বিএনপি। এ জোট থেকে মোট আটজন নির্বাচিত হন। এর মধ্যে গণফোরামের দুজন আগেই শপথ নিয়েছেন।

বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত গণফোরামের দুজন সুলতান মো. মনসুর আহমেদ ও মোকাব্বির খানও জোটের সিদ্ধান্ত উপেক্ষা করে এরইমধ্যে শপথ নিয়েছেন।

৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ভোট ডাকাতি হয়েছে দাবি করে শপথ না নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছিল বিএনপি ও ঐক্যফ্রন্ট।