‘বিএনপির ভাঙন এখন সময়ের ব্যাপার’

Looks like you've blocked notifications!
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বুধবার মে দিবস উপলক্ষে কথা বলেন মাহবুব-উল-আলম হানিফ। ছবি : এনটিভি

আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, ‘বিএনপি নিজেদের ভাঙন ঠেকাতে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ নেওয়ার ব্যাপারে সম্মত হয়েছে। কিন্তু দলটি ভাঙনের মুখে। বিএনপির ভাঙন এখন সময়ের ব্যাপার।’

আজ বুধবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মে দিবস উপলক্ষে আয়োজিত শ্রমিক লীগের এক সমাবেশে এসব কথা বলেন মাহবুব-উল-আলম হানিফ।

বিএনপির মহাসচিব ছাড়া দলের বাকি সংসদ সদস্যদের শপথ নেওয়ায় বিএনপির অভ্যন্তরীণ বিভক্তি স্পষ্ট হয়েছে মন্তব্য করে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেন, ‘অনেকে বলেছেন- দলের ভাঙন ঠেকানোর জন্যই এই সংসদে বিএনপির পাঁচজন সংসদ সদস্য শপথ নিয়ে যোগদান করেছেন। এর মধ্য দিয়ে পরিষ্কার হয়েছে— এটা এখন ভাঙনের মুখে। এটা ভাঙনের দ্বারপ্রান্তে চলে এসেছে। এই দলের ভাঙন এখন সময়ের ব্যাপার।’

নির্বাচিত হওয়ার পরও শপথ না নেওয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করে হানিফ বলেন, ‘(মির্জা ফখরুল) গতকালকে বলেছেন- রাজনীতির কৌশল হিসেবে পাঁচজন শপথ নিয়েছেন, যোগ দিয়েছেন।  উনি যোগদান করেন নাই সংসদে। এটা কোনো রাজনীতির কৌশল না, এটা রাজনীতির অপকৌশল।’

এ ছাড়া সমাবেশে শ্রমিকদের অধিকার ও দাবি  নিয়ে কথা বলেন আওয়ামী লীগ নেতা। বতর্মান সরকার ক্ষমতায় আসার পর থেকে ন্যূনতম মজুরি নির্ধারণসহ শ্রমিকের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করছে বলে উল্লেখ করেন তিনি।